ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ সেপ্টেম্বর,শুক্রবার রাত ১.৪৫ ঘটিকার সময় খেলারত অবস্থায় ১২ জুয়ারিকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মোহাঃ আহমর উজ্জামান পিপিএম সেবা’র দিকনির্দেশনায়,পুলিশ পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ’র নির্দেশে ১০ সেপ্টেম্বর, শুক্রবার,২০২১ ইং তারিখে এস আই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ নান্দাইল থানাধীন জাহাঙ্গীরপুর এলাকায় রাত ১.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি ১- মোঃ শরীফ মিয়া(২২), পিতা- ফারুক মিয়া, মাতা- মোছাঃ রানী আক্তার, সাং- জাহাঙ্গীরপুর গাঙ্গিনারপাড়, ২- মোঃ বাক্কির মিয়া(৪০),
পিতা- মৃত আঃ মজিদ, মাতা- মোছাঃ মমিনা খাতুন, ৩- মোঃ পারভেজ মিয়া(২০), পিতা- ফজলুল হক, মাতা- মোছাঃ হাবিবা খাতুন, ৪- মোঃ লিটন মিয়া(৪২), পিতা- মৃত সিরাজ উদ্দিন ওরফে সিরু, মাতা- গুতুর মা, ৫- মোঃ সুমন মিয়া(৩০), পিতা- মৃত খোদাদাত খান, মাতা- শিরিনা খানম, সর্ব সাং- জাহাঙ্গীরপুর খানপাড়া, ৬- মোঃ সাইদুর ইসলাম(৩০), পিতা- মৃত আমীর হোসেন, মাতা- এংরাজের মা, ৭- মোঃ মহিবুল্লাহ(৩০), পিতা- মোঃ জালাল উদ্দীন, মাতা- মোছাঃ ফরিদা খাতুন, ৮- মোঃ হুমায়ুন কবির ওরফে কবির(২২), পিতা- রইজ উদ্দিন, মাতা- মোছাঃ হালিমা খাতুন, ৯- মোঃ সজীব মিয়া(২০),
পিতা- মফিজ উদ্দিন, মাতা- মোছাঃ শেফালী খাতুন, ১০- মোঃ আবু হানিফ(৩৫), পিতা- মফিজ উদ্দিন, মাতা- মোছাঃ জমিলা বেগম, ১১- মোঃ আনোয়ার হোসেন(৩০), পিতা- মৃত নাজিম উদ্দিন, মাতা- মোছাঃ সুফিয়া খাতুন, সাং- মধ্য রহিমপুর, ১২- মোঃ তুহিন মিয়া(২০), পিতা- মৃত মুঞ্জুরুল হক, মাতা- ঝরনা আক্তার, সাং- তেলিয়া পাড়া, সর্ব থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ তাদের কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওসি সফিকুল ইসলাম জানান,মাদক, ছিনতাই, জুয়াসহ যেকোনো অপরাধ মূলক কার্যক্রম রোধকল্পে ডিবি’র অভিযান অব্যাহত আছে।আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি এবং গ্রেফতারকৃত আসামীদের কে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান।