নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ ডিবি’র অভিযানে চোরাই মোটর সাইকেল ও ব্যাটারী চালিত ভ্যানগাড়ীসহ গ্রেফতার ২। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা) নির্দেশে ডিবি ওসি শাহ্ শাহ কামাল আকন্দ পিপিএম বার দিকনির্দেশনায় এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ জুন/২০২১ খ্রিঃ।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন উইনার থেকে উক্ত তারিখ ১৩.২৫ ঘটিকার সময় চোরাই মোটর সাইকেল ও ব্যাটারী চালিত ভ্যানগাড়ী ক্রয় বিক্রয়কালে চোর ১। মোঃ সাইদুল ইসলাম (৩০), পিতা-মোঃ আঃ রাজ্জাক, মাতা-মোছাঃ ফরিদা খাতুন, সাং-চর ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ বিল্লাল হোসেন (৩২), পিতা-মোঃ গেন্দা শেখ, মাতা-মোছাঃ উমেনা বেগম, সাং-বালিজুড়ী পশ্চিমপাড়া, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।