ময়মনসিংহ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্তে ২ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা যায়।
মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন, নেত্রকোনা ও জামালপুরের একজন করে রয়েছে। মৃত চারজনই নারী।এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮৭ জনের মৃত্যু হলো।গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- জামালপুর সদরের শাহনাজ (৩৫) ও নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেলিনা (৩৫)। এছাড়াও ময়মনসিংহ সদরের পারুল (৫০) ও ধোবাউড়া উপজেলার হামিদা (৬০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৪ জন হাসপাতাল ছেড়ে গেছেন। এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪০১টি নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮২৭ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭২১ জন।