ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) এর নেতৃত্বে এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন, এসআই(নিঃ)নিরুপম নাগ, এসআই(নিঃ) দেবাশীষ সাহা, কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রাত ২৩.২০ ঘটিকার সময় ।
অত্র থানাধীন কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডস্থ দিলকূশা জামে মসজিদ সংলগ্ন জনৈক শরাফ উদ্দিন এর বাসার নিচ তলায় ভাড়া দেওয়া বাসার ভিতর হইতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬,০০,০০০/-টাকা ও ০৪ বোতল বিদেশী মদ, মূল্য অনুমান ৭,০০০/-টাকা সহ ১।মোঃ উৎস রহমান উচ্ছাস (২৭), পিতা-মৃত সেলিম মিঞা, মাতা-রেহেনা আক্তার, ২। রাজন মজুমদার(২৫), পিতা মৃত-সৈলেস মজুমদার, মাতা-সবিতা মজুমদার, উভয় সাং-মধ্য বাজার হালুয়াঘাট, উভয় থানা-হালুয়াঘাট, এ/পি সাং-কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।