নিজস্ব প্রতিবেদক:
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; যারা সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে বা লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যার্থ হবেন,তারা তাদের পক্ষ হতে ব্যাখ্যা প্রদান করতে হবে।আন্তরিকতা,নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে;এর ব্যত্যয় হলে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে এর মুল্যায়ন সেভাবেই হবে।এসময় প্রতিমন্ত্রী প্রধান প্রকৌশলীদের বৃক্ষরোপনের ওপর গুরুত্ব আরোপ করেন। আজ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রাজধানীর পানি ভবনের সভাকক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভূক্ত এডিপি প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এসময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জাহিদ বলেন;২০২২-২০২৩ অর্থবছরের প্রকল্পের কাজ এখন থেকেই শুরু করতে হবে।
প্রতিনিয়ত কাজের অগ্রগতি মনিটরিং করতে হবে। অতিতের চেয়ে পানি উন্নয়ণ বোর্ডের কাজের গতি বৃদ্ধি পেয়েছে,দু-চার জন কর্মকর্তার জন্য এই অর্জন ¤øান হতে দেয়া যাবে না। যারা কাজ সঠিক ভাবে করে না তাদের কঠোর নজর াড়িতে রেখে তারে দিয়ে কাজ করাতে হবে। এদেশ আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে এবং সামনের পানে এগীয়ে যেতে সবাইকে দেশ প্রেম উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে;নির্দেশনা মানতে হবে।অন্যের অসৎ কাজ ও ুর্নীতির সাথে নিজেকে তুলনা করবেন না। নিজে সঠিকভাবে কাজ করুন তাহলেই শে এগীয়ে যাবে।
উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন;মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভালো কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বন্যায় হাওরের মানুষের পাশে থেকে সব্বোর্চ্চ চেষ্টা করেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। ীর্ঘ ২১ নি নৌকা নিয়ে হাওরে অবস্থার করেছে কর্মকর্তা-কর্মচারীরা। বন্যার আগে কাজ সম্পন্ন করতে হবে;তা না হলে সে কাজের কোনো উপকারিতা জনগণ পাবে না।সুশৃঙ্খলভাবে চেইন অব কমান্ড মেনে কাজ করতে হবে। এসময় উপ-মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে ওপর সবোর্চ্চ গুরুত্ব আরোপ করেন।৫০ শতাংশ বিদ্যুৎ করতে হবে,কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হয়েছে তা কিন্তু বিদ্যুৎ বিল হচ্ছে প্রমাণক যে কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হয়েছে।
সভায় ২০২১-২০২২ অর্থবছরের আরডিপিভুক্ত প্রকল্পসমূহের,জুলাই-২০২১হতে জুন ২০২২ পর্যন্ত অগ্রগতি এবং ২০২২-২০২৩ অর্থবছরের এডিপিভূক্ত সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প সমূহের জুলাই,২০২২হতে হালনাগাদ বাস্তবায়ন অগ্রগতির সার সংক্ষেপ উপস্থাপন করা হয়। এছাড়া ২০২১-২০২২ অর্থবছরের আরডিপিভুক্ত প্রকল্পসমূহের অনুক‚লে অর্থছাড় প্রদান করা হলেও,যে সব প্রকল্পের ছাড়কৃত অর্থ ব্যয় করা সম্ভব হয়নি সে সংক্রান্ত আলোচনা করা হয়। এবং পানি উন্নয়ণ বোর্ড ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি আলোচনা করা হয়।
২০২১-২০২২ অর্থবছরের চলমান ১১৪ টি প্রকল্পের অনক‚লে বরাদ্দ ৭ হাজার ৫শ৪৭ শমিক ৩৬ কোটি টাকা;এপর্যন্ত ব্যয় হয়েছে ৭হাজার ২শ ৩৩ কোটি শমিক ৩৬ কোটি টাকা এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৫দশমিক২৭ শতাংশ।
আরডিপিভূক্ত ১১৩ টি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে বাস্তবায়ন করবে আর একটি পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)। পানি উন্নয়ন বোর্ডে এর প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯২ শমিক২৭ শতাংশ।
পানি সম্প পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)এর এর প্রকল্পের অগ্রগতি ৯২ শতাংশ।২০২২ সাল নাগাদ ২৮ টি প্রকল্প সমাপ্ত হয়েছে।২০২১-২০২২ অর্থবছরের আরডিপি বহির্ভূত নতুন প্রকল্প ২৫টি। জোন/প্রকল্পের ক্যাটাগরী ওয়ারী আরডিপিতে কেন্দ্রীয় অঞ্চল (ঢাকা)এডিপি প্রকল্প ৯টি,আরডিপি প্রকল্প ১১ টি প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৩ শমিক ৯১ শতাংশ,নতুন প্রকল্প ৪টি এবং সমাপ্ত প্রকল্প ৪ টি। পূর্বঞ্চল (কুমিল্লা)এডিপি প্রকল্প ১০টি, আরডিপি প্রকল্প ১১ টি,প্রকল্পের বাস্তব অগ্রগতি ৭২শমিক ৪৪ শতাংশ, সমাপ্ত প্রকল্প ২ টি।উত্তর-পূর্বঞ্চল (সিলেট)এডিপি প্রকল্প ৪টি,আরডিপি প্রকল্প ৪ টি,প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৪দশমিক ৭৯ শতাংশ।দক্ষিণ-পূর্বঞ্চল(চট্টগ্রাম)এডিপি প্রকল্প ৮টি, আরডিপি প্রকল্প ১৩টি,প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৫ শমিক ৭১ শতাংশ, সমাপ্ত প্রকল্প ৪ টি। উত্তরাঞ্চল (রংপুর)এডিপি প্রকল্প ৮টি,আরডিপি প্রকল্প ১৩টি , প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৯ শমিক ০৫ শতাংশ,নতুন প্রকল্প ১টি এবং সমাপ্ত প্রকল্প ১টি। উত্তর-পশ্চিমাঞ্চল(রাজশাহী)এডিপি প্রকল্প ৯টি,আরডিপি প্রকল্প ১০টি এবং সমাপ্ত প্রকল্প১ টি।পশ্চিমাঞ্চল (ফরিদপুর)এডিপি প্রকল্প ৯টি,আরডিপি প্রকল্প ১১ টি , প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯২ শমিক ১৩ শতাংশ এবং সমাপ্ত প্রকল্প ২ টি। ক্ষিন-পশ্চিমাঞ্চল (খুলনা)এডিপি প্রকল্প ৬টি,আরডিপি প্রকল্প ৭ টি , প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৯ শমিক ১৫ শতাংশ,নতুন প্রকল্প ২টি এবং সমাপ্ত প্রকল্প ২ টি। ক্ষিনাঞ্চল (বরিশাল)এডিপি প্রকল্প ৮ টি,আরডিপি প্রকল্প ৯ টি , প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৬ শমিক ৪২ শতাংশ,নতুন প্রকল্প ৪টি এবং সমাপ্ত প্রকল্প ৫টি।
বৈিেশক ঋণ সহায়তা এডিপি প্রকল্প ৭ টি,আরডিপি প্রকল্প ৯ টি , প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৯ শমিক ২৮ শতাংশ,নতুন প্রকল্প ১টি এবং সমাপ্ত প্রকল্প ১ টি। বিশেষ প্রকল্প এডিপি প্রকল্প ৩ টি, আরডিপি প্রকল্প ১৫টি , প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৮ শমিক ২৮ শতাংশ,আরডিপি ড্রপআউট প্রকল্প ১৭;নতুন প্রকল্প ১৩টি এবং সমাপ্ত প্রকল্প ৬ টি। সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইঞ্জি:ফজলুর রশিদ,অতিরিক্ত সচিব মিজানুর রহমান,অতিরিক্ত সচিব,সালমা জাফরিনসহ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডে উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন এস. এম. রেজাউল মোস্তফা কামাল,অতিরিক্ত সচিব(পরিকল্পনা অনুবিভাগ)