বজলুর রহমান
রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬১ নং ওয়ার্ডের কাজলা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাই ওভারের পুর্ব দিক থেকে ওঠার মুখের রাস্তার দক্ষিন অংশের সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। গত সোমবার ভোর সাড়ে ৩টায় একটি মালবাহী ট্রাক খাদে পড়ে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা আটকে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীসহ জনগণকে দুর্ভোগ পোহাতে হয়।ওই সড়কে নিয়মিত ঢাকার পরিবহন, লোকাল বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে।
সড়কটি চলাচলের অযোগ্য হওয়ায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা। সম্প্রতি ইট, বালু দিয়ে ভরাট করতে দেখা যায়। তবে অস্থায়ী এ সংস্কারে খুশি নয় এলাকাবাসী। চরম ভোগান্তিতে থাকা ওই এলাকার মানুষ দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছ। গাড়িচালক মমতাজ উদ্দীন, রমজান আলী, সফিকুল ইসলাম জানান, রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়ই গাড়ী আটকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এতে গন্তব্যে পৌঁছতে দ্বিগুণ সময় লাগছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সড়কে চলাচলকারীদের ভোগান্তি লাঘবে দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী মহলের। ভাঙ্গাচোরা এ সড়কটির বিষয়ে কথা হলে স্থানীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জুম্মন মিয়া বলেন, সড়কটির ব্যাপারে ঢাকা দক্ষিণসিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়ে ছে শীঘ্রই এর সংস্কার কাজ করা হবে।