বজলুর রহমান
রাজধানী যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ফার্মের মোড় এলাকার বায়তুল হাসান জামে মসজিদের সামনেই নর্দমায় জমে থাকা ময়লায় মশা মাছির কারণে মুসল্লিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাইতুল হাসান জামে মসজিদের সামনে নর্দমায় বিভিন্ন এলাকা থেকে বয়ে আসা ময়লা পানির সাথে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মসজিদ ফটকের সামনেই।এসব ময়লা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে মুসল্লী ও জনসাধারণের।সামান্য বৃষ্টি হলে এই দুর্ভোগের আর সীমা থাকে না। গতকাল রবিবার সরেজমিনে দেখা গেছে, মাতুয়াইল ফার্মের মোড়ে অবস্থিত বায়তুল হাসান জামে মসজিদের সামনে নর্দমাগুলো বৃষ্টির পানি ও বিভিন্ন বাসা বাড়ি থেকে প্রবাহিত ময়লা পানির সাথে আবর্জনা জমে ভরাট হয়ে আছে। এতে চারপাশে ছড়িয়ে পড়া দুর্গন্ধে নাক চেপে চলাচল করছে পথচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নং ওয়ার্ডের এলাকা ভিত্তিক নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীরা ময়লা ও বর্জ্য অপসারণ করার সময় এসব ড্রেনগুলো থেকে ময়লা নিচ্ছে না যার কারণে ড্রেনগুলো আবর্জনার স্তুপে জ্যাম হয়ে আটকে আছে। এভাবে অপরিকল্পিতভাবে নর্দমায় ময়লা ফেলার কারণে ড্রেনগুলো ময়লায় পরিপূর্ণ হয়ে রাস্তার উপর এসে পড়েছে যা মসজিদের প্রধান ফটকের অনেকটাই কাছে। বাইতুল হাসান জামে মসজিদের এক মুসল্লী জানান, এ মসজিদে প্রতিদিন অসংখ্য মুসল্লী নামাজ আদায় করেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনও নামাজ আদায় করেন। অথচ এই মসজিদের সামনেই নর্দমা গুলো ময়লায় পরিপূর্ণ হয়ে ভাগাড়ে পরিণত হয়েছে। অপরিকল্পিত নর্দমার ময়লার কারণে মশা, মাছির প্রজননস্থলে পরিণত হওয়ায় মুসল্লীদের নামাজ আদায়ের সময়েও পোহাতে হয় দুর্গন্ধ ও মশার কামড়ের ভোগান্তি।” মশাও মাছির কারনে ডেঙ্গু,ম্যালেরিয়া,ডায়রিয়া রোগের প্রকোপঅনেকটা বেড়ে গেছে। নর্দমায় এই ময়লার স্তূপের ব্যাপারে পূর্বেও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কাজ হয়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভ‚ঁইয়া সেন্টু নিজে এসেও মুসল্লিদের ভোগান্তির বিষয়টি নিজ চোখে দেখে গিয়েছিলেন, তাও এ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই নোংরা নর্দমা পাড়ি দিয়েই মুসল্লীদেরকে নামাজ আদায় করতে আসতে হয়। দীর্ঘদিন ধরে এভাবে অপরিকল্পিত ভাবে মসজিদের সামনে রাস্তার পাশে নর্দমায় ময়লার ভাগাড় এলাকার অন্যতম দূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি নর্দমা দিয়ে নামতে না পেরে ময়লা-আবর্জনা রাস্তায় ভেসে বেড়ায়, ফলে মসজিদের সামনে জমে থাকা আবর্জনাযুক্ত পানি মাড়িয়েই মুসল্লীদের নামাজ আদায়ের জন্য আসতে হয়। যত দ্রæত সম্ভব এই ময়লার স্তুপগুলো নর্দমা থেকে অপসারণ করে সচল করা জরুরি হয়ে পড়েছে।