সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় রবিবার দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অসহায় ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াছিন নোবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোজাম্মেল ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশীদ মিঠু, নারায়নগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এড.আবুল কালাম আজাদ, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, সহ সভাপতি আল আমিন অভি, ইরফাত হাসান, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ভুইয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ জালাল, মাসুদ রানা বাবু, সিফাত আদন, সোনারগাঁ পৌরছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার ও যুগ্ম আহবায়ক জনি প্রমূখ।