নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সংলাপে অংশ গ্রহণ না করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন বাঞ্চালের নীল নকশায় ব্যস্ত আছে। বিএনপি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোট চায় না, কারন ইভিএমে ব্যালটের মতো সিল মেরে ভোট কারচুপি করা সম্ভব নয়। এনপিপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা মনে করি নির্বাচন ব্যতিত কোন সরকার পরিবর্তনের সুযোগ নেই। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ও ব্যালটে যে পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করবো। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনপিপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে এনপিপি’র কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ১৯ নভেম্বর এনপিপি’র ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল রাহধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে সারাদেশ থেকে আগত নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকার সংগঠনগুলোকে আরো সুসংগঠিত করার জন্য আহŸান জানাচ্ছি। সভায় আরো উপস্থিত ছিলেন- এনপিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান খান দুদু, মোঃ ইদ্রিস চৌধুরী, সেলিম তালুকদার, মিসেস আশা সিদ্দিকা, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, এ বি এম মাসুদ করিম, বাবু পরেশ চন্দ্র দাশ, ডাঃ মোঃ আলতাফ হোসেন, মোঃ মোশাররফ হোসেন বকুল, ড. জাহেদ খান, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ছাবের আহাম্মদ (কাজী ছাব্বির), শেখ ইকবাল হাসান স্বপন, শেখ জামাল উদ্দিন, মোঃ আলী কিসমত প্রমুখ।