অনলাইন ডেস্ক:
বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়েই বিয়ে করেন তারা। রিসেপশনে কাছের বন্ধুদের এমনকি প্রাক্তনদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন নবদম্পতি। দিয়েছেন নানা উপহার। জেনে নেওয়া যাক প্রাক্তনদের কাছ থেকে বিয়েতে কী কী উপহার পেয়েছেন রণবীর-আলিয়া। আলিয়াকে একটি জনপ্রিয় ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ উপহার দিয়েছেন সিদ্ধার্থ, যার মূল্য ৩ লক্ষ।
নবদম্পতিকে এক জোড়া হাতঘড়ি উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি ঘড়ির দাম ১৫ লক্ষ টাকা। রণবীরের প্রাক্তন যিনি ঘটনাচক্রে আলিয়ার প্রিয় বন্ধুও ছিলেন সেই ক্যাটরিনা কাইফ আলিয়াকে একটি প্ল্যাটিনামের ব্রেসলেট উপহার দিয়েছেন, যার দাম ১৪.৫ লক্ষ। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও একসময় নাম জড়িয়েছিল রণবীর কাপুরের। বিয়েতে আলিয়াকে একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন পিগি চোপস। যার দাম ৯ লক্ষ।
বরুণ ধাওয়ানের সঙ্গে আলিয়ার অনস্ক্রিন রসায়ন দুর্দান্ত, সেই রসায়নের প্রভাব নাকি একসময় বাস্তবের জীবনেও পড়েছিল। বরুণ আলিয়াকে বিয়েতে একটি জুতো উপহার দিয়েছেন। যার দাম ৪ লক্ষ টাকা। সূত্র-জি নিউজ।