রপ্তানিমূখী বানিজ্যিক সংগঠন সমূহের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

আমাদের কণ্ঠ রিপোর্ট
জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখতে মতবিনিময় সভা করেছে শতভাগ রপ্তানিমূখী বানিজ্যিক সংগঠন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন(বিজিএপিএমইএ)। ১২ আগষ্ট সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো.শাহরিয়ার এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন(বিটিএমএ), বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্রাকচার্স এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন(বিকেএমইএ),বিজিএমইএ,থাই চেম্বার অব কমার্স, বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্রাকচারর্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন,বাংলাদেশ এ্যাপারেল ইয়থ লিডারস অ্যালায়েন্স(বায়লা),ফ্রেইট ফরোয়াডার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ইএবি),বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউজ অ্যাসোসিয়েশন(বিজিবিএ),বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিকারসর সলভেন্ট ম্যানুফ্যাচারার্স (বিএপিএসএম) বিপিজিএমইএ,বিটিটিএলএইএ,জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি(নাসিব)সহ ২১টিরও বেশী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিজিএপিএমইএ’র সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার,বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)’র সভাপতি শওকত আজিজ রাসেল,বিজিএমইএ এর সহ সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, থাই চেম্বারের সভাপতি শামস মাহমুদ, বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্রাকচারর্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম হায়দার, বাংলাদেশ এ্যাপারেল ইয়থ লিডারস অ্যালায়েন্স(বায়লা)’র সভাপতি আবরার হোসেন সায়েম, ফ্রেইট ফরোয়াডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ, এক্সপোর্টার্স অ্রাসোসিয়েশন অব বাংলাদেশ(ইএবি)’র সহ-সভাপতি শফিউল্লাহ চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউজ অ্যাসোসিয়েশন(বিজিবিএ)’র সভাপতি মোহাম্মদ পাভেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিকারসর সলভেন্ট ম্যানুফ্যাচারার্স(বিএপিএসএম)’র সভাপতি এএইচএম মঈন উদ্দিন, বিপিজিএমই এর সহ-সভাপতি কে.এম ইকবাল, বিটিটিএলএমইএ এর সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, বিসিক মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন,বিজিএপিএমইএ এর সাবেক সভাপতি মো.রাফেজ আলম চৌধুরী,এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।
সভায় বৈষম্য বিরোধি আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করা হয়। এছাড়া আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন অর্থণীীতবিদ নোবেল বিজয়ী সর্বজন শ্রদ্ধেয় ড.মোহাম্মদ ইউনুস অর্ন্তবর্তিকালিন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহন করায় তাকে এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দকে অভিনন্দন জানান। তাছাড়া যে উদ্দেশ্যে অর্ন্তবর্তীকালিন সরকার গঠিত হয়েছে তার সফলতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *