হিলি, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে গম আমদানি। রপ্তানীকারক দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় লাইনে এখনও ৭-৮ শত ট্রাক গম বোঝাই ট্রাক দাড়িয়ে আছে বলে জানিয়েছে দেশটির সিআ্যন্ডএফ এজেন্টরা। গত বুধবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে ১১ টি গম বোঝাই ট্রাকে ৪ শত ২৯ মে:টন গম আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সিআ্যন্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ মে ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বন্দর দিয়ে গম আসা বন্ধ হয়ে যায়। তবে পূর্বের এল সি এর বিপরীতে ইনভয়েচ (টেন্ডার) কাষ্টমসকতৃক রপ্তানির অনুমোদন থাকায় গত রোববার (২৯ মে) ভারত থেকে ২ টি ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছিল। এরপর আবারও আমদানি বন্ধ হয়ে যায়।
কয়েক দফা বন্ধ ও চালুর মধ্য দিয়ে ফের শুরু হয়েছে রপ্তানী নিষেধাজ্ঞার পূর্বে খোলা এল সি এর গম। দীর্ঘদিন ট্রাকে আটকা থাকায় পণ্যের গুণগতমান নিয়েও দুশ্চিন্তায় রয়েছে আমদানিকারকরা। এদিকে আগে ডলারের দাম কম থাকলেও, দিন দিন তা বাড়তির দিকে থাকায় বিল ছাড়তে বাড়তি অর্থ গোনার দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা। হিলি পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, গতকাল বিকেলে ১১ ট্রাকে ৪২৯ মে টন গম আমদানি হয়েছে। গত ২৯ মে দুই ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছিল।