মোহাম্মদ: আলাউদ্দীন (চট্টগ্রাম)
আই এন এফের সহযোগিতায় ও রাউজান উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ৬টি কৃষক সমিতির মাঝে ৬টি পাওয়ার টিলার ও উপজাতীয় শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল , শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১টায় রাউজান উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কৃষক সামগ্রী ও শিক্ষ বৃত্তি বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুর ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সিনিয়ি সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসেন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন সমতলের ক্ষুদ্রজনগোষ্ঠীর জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক ও বাই সাইকেল তুলে দেন প্রধান অতিথি।