মো: আলাউদ্দিন, চট্টগ্রাম
রাউজানে পূজা দেয়ার সময় মোমবাতির আগুনে হতদরিদ্র এক মহিলার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাÐে দরিদ্র মহিলার ৫হাজার টাকা, কাপড়, তালাবাসন, চাল, আলমিরা পুড়ে যায়। গত বুধবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা পূর্ব শীল বাড়িতে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দরিদ্র মহিলা হলেন ওই এলাকার মৃত মাংশু শীলের স্ত্রী কানন শীল। কানন শীল বলেন, স্বামী মারা যাবার পর অনেক কষ্টে সংসার চালাই। দুই মেয়েকে পড়াকোনা করিয়ে মানুষের সহযোগিতায় বিয়ে দিয়েছি। সম্ভল বলতে টিন সীডের এই ঘরটাই ছিল। এখন সেটাও পুড়ে গেছে। এখন কোথায় যাবো, কি করবো জানি না। স্থানীয়রা জানান, দরিদ্র কানন শীলের ঘরে আগুন লাগার খবর পেয়ে সবাই ছুটে আসি। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশ্ববর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নেভাতে নেভাতে সবকিছু পুড়ে যাই। এ প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ার হাউজিং ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের খবর দিলে দ্রæত ছুটে যাই। তবে বাড়ির ভেতরে রাস্তা খুব সরু। গাড়ি প্রবেশ করানো যাচ্ছিল না। পরে ছোট গাড়িটি কোন ভাবে প্রবেশ করিয়েছি। তখন আগুন প্রায় নিভে গেছে। আমরা অনেকক্ষণ চেষ্টার পর সম্পূর্ণ আগুন নেভাতে সক্ষম হই’। তিনি আরও বলেন, ‘ঘরের মালিক কানন শীল বলেছেন, সন্ধার সময়ে পূজা দেয়ার জন্যে মোমবাতি জ্বালিয়েছেন। পরে তিনি ঘুমিয়ে পড়েন। আমরা ধারণা করছি আগুন মোমবাতি থেকে লেগেছে, কেননা ঘরের ভেতরে গাছের পাতার বস্তা ছিল’।