রাজশাহী ব্যুরো
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন মো. আসাদুজ্জামান। তিনি আগে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। স¤প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মো. আসাদুজ্জামানকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।রাকাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আসাদুজ্জামান ১৯৮৯ সালে পল্লী ঋণ কর্মকর্তা হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে তিনি ব্যাংকের একাধিক আঞ্চলিক অফিস, এরিয়া অফিস, বিভাগীয় অফিস ও প্রধান কার্যালয়সহ শাখা ব্যবস্থাপক ও এরিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্বাবিদ্যালয় থেকে ¯œাতক এবং পরবর্তীতে ফিন্যান্স ও একাউন্টিং বিষয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন। দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন তিনি।