নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তির নাম মো. জামাল (৩৫)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বুধবার এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর সবুজবাগ থানায় দায়েরকৃত গণধর্ষণ মামলার পলাতক আসামী ধর্ষক জামাল (৩৫) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ওই গণধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল, ডেমরা ও যাত্রাবাড়ী থানায় একটি করে গণধর্ষণ মামলাসহ বিভিন্ন থানায় মাদক, চুরি ও দ্রুত বিচার আইনে মোট সাতটি মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।