রাজবাড়ীতে বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বানিবহ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি ও তার বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তৃব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। এঘটনায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক আবুল কালাম আজাদকে প্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার সকালে রাজবাড়ীর বানিবহ বাজারে ওই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে বাজার ব্যাবসায়ী পরিষদ ও ইউনিয়ন বাসী।
বানিবহ বাজার ব্যাবসায়ী পরিষদের সাধারন সম্পাদক আমির হোসেন লিটনের সভাপতিত্বে বানিবহ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলম, ব্যাবসায়ী ফজলুর রহমান, কাজী আজিজুল ইসলাম, আব্দুল গফুর, আবুল হোসেন, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা আরিফ মিয়া বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, বানিবহ ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ একজন আওয়ামী লীগনেতা ছিলেন। এমনকি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যা মামলার এজারভুক্ত ৯৬তম আসামী। তার অবৈধ টাকা আর প্রভাবের কারনে প্রশাসনও নিরব ভুমিকা পালন করছে।
এখনও তিনি এলাকার মানুষের উপর নির্যাতন শুরু করেছে। এলাকার নিরীহ মানুষদের জমি দখল করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বানিবহ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোরশেদ আলমকে ফেইসবুকে হত্যার হুমকি প্রদান করেছে। এ ঘটনায় একটি রাজবাড়ী সদর থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছে ভুক্তভোগী ব্যবসায়ী নেতা মোর্শেদ আলম। অচিরেই আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জোর দাবি জানান তারা।তা না হলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ