রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে লটারীর মাধ্যমে জেলা পর্যায়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা(অনুর্ধ্ব ১৭) ২০২১এর খেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। গত রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন,জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়াম ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্ধোধন করেন রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি মোবাইল ফোনের মাধ্যমে ভার্চুয়ালী রাজবাড়ী জেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রথমে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠিকভাবে খেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। ফুটবল টুর্নামেন্ট খেলার ১ম পর্যায়ে রাজবাড়ী জেলার মোট ১২টি দল খেলায় অংশগ্রহন করবে। এদের মধ্যে বালক ৬টি দল,ও বালিকা ৬টি দলখেলায় অংশগ্রহন করবে। রোববার যে ৪টি দলের খেলা হয়েছে এর মধ্যে রাজবাড়ী পৌরসভার বালিকা দল,০১ গোলে বিজয়ী হয়েছে এবং বালিয়াকান্দি উপজেলা বালিকা দলটি ০০ গোলে পরাজিত হয়। অপরদিকে বালিয়াকান্দি উপজেলা বালক দলটি ০২ গোলে বিজয়ী হয়েছে, এবং কালুখালি উপজেলা দলটি ০০গোলে পরাজিত হয়েছে। ফুটবলখেলার উদ্ধোধনকালে জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দিলসাদ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার এম,এম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা গোয়েন্দা সংস্থার উপ পরিচালক মোঃ শরীফুল ইসলাম, পৌর মেয়র আলমগীর শেখ তিতিু,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ,সদর থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যাসহ প্রমূখ উপস্থিত ছিলেন। সরকারী বে সরকারী দপ্তরের কর্মকর্তাগন এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা উপভোগ করেন।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল
- সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- মাগুরায় জুয়া খেলায় আটক ৭
- আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ