রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে জেকা বাজার নামের লিমিটেড নামে একটি অবৈধ এম এল এম কোম্পানী সিলগালা করার পাশাপাশি তাদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার (২ নভেম্বর) রাজবাড়ী শহরের পান্না চত্ত¡র এলাকায় নান্নু টাওয়ারে অভিযান পরিচালনা করে জরিমানা করে রাজবাড়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ শরীফুল ইসলাম। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালক মো.শরীফুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বলেন, ডিজিটাল কমার্স নীতিমালা ২০২১ অনুযায়ী অনলাইনে এমএলএম বিজনেস অবৈধ।তাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনায় জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। সে সময় অবৈধ ভাবে এম এল এম ব্যবসা পরিচালনার দায়ে “জেকা বাজার লিমিটেড” নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার বিরোধী কাজ পরিলক্ষিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।