রাজবাড়ী প্রতিনিধি
“মুজিব মানে মুক্তি” মুজিব মানে বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে আজ বুধবার সকাল ৮ টায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক- সার্থক হোক। সংগ্রাম ও উন্নয়ন অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭২ বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজবাড়ী ১আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার,সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব,সহ সভাপতি মোঃ ফখরুজ্জান মুকুট, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন,এডঃ মোঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, যুব মহিলালীগের সভাপতি মীর মাহাফুজা খানম মলিসহ আওয়ামীগের নেতাকর্মি এসময় উপস্থিত ছিলেন। সকালে শুরুতেই জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুস্পমাল্য অর্পন করেন। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজবাড়ী ১আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, সারাবিশ্বে যে ভাবে করোনা মহামারীতে ভয়াভহ পরিনত হয়েছে তার মধ্যেও রাজবাড়ীর অবস্থা ও বেশীভালো না রাজবাড়ীতে করোনার হার বেড়ে যাওয়ার কারণে ৭দিনের জন্য লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। আপনারা মুখে মাক্স পরিধান খুব জরুরী কাজ না থাকলে বের হবেন না সাবধানে চলাফেরা করবেন সাবান দিয়ে হ্যান্ডস্যাইটাজার দিয়ে হাত পরিস্কার ভাবে থাকবেন।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগনের জন্য জরুরীভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।