রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে। গতকাল মঙ্গলবার সকালে ১১টায় গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষে (০৪ অক্টোবর -২৫ অক্টোবর ২০২১ ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভি,জি,এফ এর চাল বিতারণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েমের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান,সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আতাউর রহমান। রাজবাড়ী সদর উপজেলার নিবন্ধিত মোট ৪ শত ৭১জন জেলেদের মাঝে ২০জেকি করে চাল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমী মোঃ সায়েফ জেলেদের উদ্দেশ্যে বলেন, রাজবাড়ীতে পদ্মানদীতে ২৪ঘন্টাই জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানার হবে। যদি কোন জেলে নদীতে মাছ ধরা অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় তাহলে জরিমানাসহ ১বছর থেকে ২বছর পর্যন্ত জেল খাটতে হবে। এর মধ্যে প্রকার জাবিনের ব্যবস্থা নাই।