রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ রোগী জন্য সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা গত ১৩ই মে বিকালে ১৩ জন দুঃস্থ রোগীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা ওয়াজেদ টাওয়ারে নিজ বাসভবনে শুক্রবারে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক ফকির নুরুজ্জামান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষক আব্দুর রশিদ মন্ডল, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের এক্সটেনশন ওভারশিয়ান কাজী নাজমুল হুদা, এমপি সালমা চৌধুরী রুমার ব্যক্তিগত সহকারী সুজন চৌধুরী, স্থানীয় সমাজসেবক আক্তারুর জামান তরু, কাজী আহসান হাবীব মিতু, রাজবাড়ী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, রাজবাড়ী জুট মিলের অ্যাকাউন্টস অফিসার রণজিৎ কুমার সরকার, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফি, পলাশ চৌধুরী, ফারুক আহম্মেদ ও রাসেল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা এমপি জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গলী রাষ্ট্র নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। তিনি চান দেশের প্রতিটি মানুষ একটু হলেও ভালোভাবে হাসিমুখে ভালো থাকুক।
আপনাদের চিকিৎসার জন্য ৩০ হাজার ৪০হাজার ৫০ হাজার টাকা করে এই আর্থিক সাহায্যের চেক দিয়েছেন সেই চেক আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমার পিতা মরহুম এডঃ ওয়াজেদ আলী চৌধুরী সারা জীবন রাজবাড়ীর গরীব ও অসহায় মানুষের পাশে গিয়ে সুঃখ দুঃখ কথা জানতেন সাহায্য সহযোগিতা করতেন। আমিও আমার বাবার আদর্শকে বুকে ধারন করে মহানরাব্বুল আলামীন আমাকে বাচিয়ে রাখেন ততদিন আমি রাজবাড়ীবাসীর অসহায় মানুষের পাশে গিয়ে দাড়াবো ও পাশে থাকবো। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সুস্থ হয়ে ফিরে আসায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা এবং মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা করেন।