মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী
রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ীর জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনেরকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার থেকে শুরু করে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোঃ তাজুল খানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ সালের আইন অনুযায়ী মালিককে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় একই সাথে বালু উত্তোলনকারীর ড্রেজার মেশিন জব্ধ করে অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পারচালনায় সহযোগিতা করে রাজবাড়ীর সদর থানার এস আই শহিদুল ইসলামসহ ফোর্স উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ জানান,জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে রাজবাড়ীর জেলায় বিভিন্নস্থানে যদি কোন প্রকার অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ন মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানামা এবং অবৈধভাবে পদ্মনদীতে যে বালু উত্তোলন করবে ড্রেজার মেশিন জব্ধ করা হবে।