রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সেবার মান উন্নয়ণের জন্য সকালে পাংশা পৌরসভার উপজেলা রোডে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৭সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় রাজবাড়ী সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পাংশা উপজেলা রোডে কয়েকটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত করে অভিযানের মাধ্যমে সরকারী আইন মানা,স্বাস্থ্য সেবা যথাযথ ভাবে প্রদান করা ও স্বাস্থ্য বিধি পালনে ক্লিনিক মালিক ম্যানেজার এবং জনগনকে নির্দেশ দেওয়া হয়। যথাযথ ভাবে স্বাস্থ্য সেবা প্রদান না করা,দায়িত্ব অবহেলায় স্বাস্থ্য ও প্রাণহাণির মত কার্যক্রম পরিচালনা করায় পাংশায় এন, আর, ক্লিনিকের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা ও জন সেবা ক্লিনিকে ১ হাজার টাকা এবং মা,শিশু এবং ডায়াবেটিক হাসপাতালের মালিককে মেডিকের প্র্যাকটিস ও বেসরকারী ক্নিনিক ও ল্যাবরেটরী আইন ১৯৮৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সহযোগিতা ও প্রসিকিউশনে রাজবাড়ী মেডিকেল অফিসার ডাঃ নুজহাত সুলতানা,সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটার ইনপেক্টর সিভিল সার্জন অফিস এবং তৈয়বুর রহমান পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, আইন শৃঙ্খলার সহযোগিতা করেন এসআই মোঃ মিজান পাংশা থানা। প্রতিনিয়ত জনস্বার্থে এ অভিযান চলোমান থাকবে।