গোয়ালন্দ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আজ শনিবার (৪ জুন) বেলা ১১টার দিকে দ্রুতগতির একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাহেব আলী (২৮)। তিনি মাগুরার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গাফফার মোল্লার ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার আইডি নম্বর ২২০৬৫৭৩।
তার কাছ থেকে নগদ পাঁচ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, পাঁচটি বিভিন্ন পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড ও একটি রেশন কার্ড পাওয়া গেছে। তিনি মোটরসাইকেল (মাগুরা হ-১২-৪৯২৯) চালিয়ে বাড়ি থেকে কর্মস্থল সাভার সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাকে চাপা দেয়।নিহতের ভাবি ডলি আক্তার মোবাইল ফোনে সাহেব আলী বাড়ি থেকে সাভারে কর্মস্থলে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। পরে ফোন করে জানানো হয়, দুর্ঘটনায় মারা গেছে।
ঘটনা জানার পর পরিবারের সবাই গোয়ালন্দের উদ্দেশে রওনা হয়েছেন। তার একটি কন্যা সন্তান রয়েছে। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রæত অফিস কক্ষ থেকে আমরা সবাই বের হয়ে দেখি এক লোক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছে। তার বাঁ পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে গেছে বাসটি। এতে তার মাথায় থাকা হেলমেটসহ মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রæত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।