রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের নির্দেশক্রমে ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে গত শনিবার বিকালে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ও মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু কর্তৃক রাজবাড়ী শহরের গোদার বাজার থেকে শুরু করে জৌকুড়ি ফেরী ঘাট পর্যন্ত এবং (ধাওয়া পাড়া ঘাটের আগ পর্যন্ত) পদ্মানদীতে বাশঁদিয়ে বেড়াঁ তৈরীকরে মাছ ধরার দায়ে মোবাইল কোর্টর মাধ্যমে
২জন জেলেকে ৬ হাজার টাকা ও ১৫ হাজার মিটার কারেন্টের জাল ও নৌকা জব্দ করে সেগুলো জনসাধারনের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। রাজবাড়ী জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ২জন জেলেকে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৪ মোতাবেক ৩ (তিন হাজার) টাকা করে মোট ৬ (ছয় হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এবং তাদেরকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এছাড়াও আরো ৪ জন জেলেকে সতর্ক করা হয়। মোবাইল কোর্টে ১৫ হাজার মিটার পদ্মানদী থেকে জাল জব্দ করে সেগুলো জনসাধারনের সামনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। মোবাইল কোর্ট চলাকালীন প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মোস্তফা-আল-রাজীব,পেশকার হিসেবে সহায়তা করেেছ মোঃ শফিকুল ইসলাম রানা। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন রাজবাড়ী সদর থানার পুলিশ সদস্যবৃন্দ। এ অভিযান প্রতিনিয়ত চলবেই।