রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে আবারও পদ্মানদীতে ভাঙনের কবলে পরে বসতবাড়ী হারিয়ে দিশেহারা হয়ে পরেছে বেশ কিছু পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশে মিজানপুরের পদ্মনদীর পারের বসব্স রত বাসির ক্ষতিগ্রস্ত অসহায় প্রতিটি পরিবারের মাঝে নগত ৫ হাজার টাকা ও চাল,ডাল তেল লবন নুডুস,চিনি বিস্কুটসহ ত্রান সামগ্রী বিতরত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার সহকারী (ভূমি) কমিশনার আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে , উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার প্রামানিক, মিজানপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমানসহ ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন। রাজবাড়ী পৌর এলাকার ৯নং ওয়ার্ড এবং সদরের মিজানপুর ইউনিয়নের গত শুক্রবার সন্ধায় হঠাৎ করেই পদ্মানদীতে ভাঙগ কবলে পরে পদ্মাপারের মানুষসহ বসতবাড়ী মিনিটেই ভেঙ্গে নদীর গর্ভে চলে যায়। ইতি মধ্যে চর সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কয়েকদিন আগে পদ্মানদীর ভাঙগনের নিমেশেই বিল্ডিং ভেঙ্গে নদীর পেটে চলে গিয়েছে।