রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের বিশেষ টিমের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ওয়ান শূটারগান ও রামদাসহ ২ জন সন্ত্রাসীকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত (বুধবার ) ভোর রাতে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, পাংশা উপজেলার পুইজোর গ্রামের মোঃ মোতালেব মন্ডলের ছেলে মোঃ ইসলাম মন্ডল (৩৫) একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ হমিদুর মিয়া (৪০) পুলিশ সূত্রে জানা যায়,র্জবাড়ী জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশক্রমে জেলায় কোন প্রকার মাদক কারবারীদের কোনপ্রকার প্রশ্রয় দেয়া হবে না এবং যে কোন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। জেলায় সব সময় অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা নেতৃত্বে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মাসুদুর রহমান ওসি তদন্ত উত্তম কুমার ঘোষসহ ফোর্স গোপন সংবাদের তথ্য মোতাবেক মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে বাবুর মন্ডলের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের আটক পূর্বক একটি দেশীয় তৈরী সূটারগান ও রামদা সহ উদ্ধার করা হয়। এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ধ) রুজু করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।