মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে গাছ কাটতে গিয়ে বোমা বিস্ফোরনে এক নারীসহ তিন জন আহত হয়েছে। আহতরা হলো তিন জনের মধ্যে দ্ইুজনকে জরুরী ভিত্তিতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে চিকিৎসাধীন আছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার কাদেরের স্ত্রী আলেয়া বেগম (৩৪), বাকসাডাঙ্গির আদর (৪৫), খাটিয়াপাড়ার জলিল মন্ডলের ছেলে জিন্নাত (৩৫) নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল সালাম জানান, বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ীর পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় গাছের গোড়ার দিকে কোপ দিলে বোমা বিস্ফোরন হয়। এ সময় গাছ কাটার কাজে ব্যাস্ত থাকা দুই ব্যাক্তি ও তাদের পানি খাওয়াতে আসা এক মহিলাসহ ৩জন আহত হয়েছে। গাছের নিচের দিকে জি আই পাইপ দেখা গেছে। শুনেছেন কুড়ালের কোপ লাগার পরই সেটি বিস্ফোরিত হয়। হয়তো সেখানে পাইপের মাধ্যমে বোমা জাতীয় কোন বস্তু ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি উদঘাটনের চেষ্টা করছে। বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান,আমি খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো। এবং গাছ কাটার সময় বোমা জাতীয় কোন বস্তুর বিস্ফোরণে ৩ জন নপরঅসহ আহত হয়েছে বলেও জেনেছি। আমি বিষয়টি খতিয়ে দেখে দ্রæত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করবো ।