রাজশাহী প্রতিনিধি
টিকটকের পর এবার রাজশাহী মহানগরীতে লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়–য়া তরুন তরুনীদের বিপদগামী করার অপরাধে ৪ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চলাকালে পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক, বিমান চত্তর, টি বাঁধ, আই বাঁধ এলাকা হতে অশ্লীল ও আপত্তিকর লাইকি ভিডিও বানানোর অপরাধে ৪ জনকে আটক করে। যার মধ্যে দুইজন নারীও রয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইকি গ্রæপের ভিডিও তৈরীর মুল হোতা গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান জানায়, সে লাইকি ভিডিও তৈরি করে প্রতি মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা আয় করে। আর এ সমস্ত অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরির কাজে কোমলমিত অভাবি কিশোর-কিশোরীদের ব্যবহার করে। এর আগে গত রোববার সন্ধায় অভিযানটি পরিচালনা করেন, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত (১ জুন) অশ্লীল ও আপত্তিকর ভিডিও বানানোর অপরাধে মহানগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে আরএমপি ডিবি পুলিশ । রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অশ্লীল ও আপত্তিকর টিকটক, লাইকি ও বিগো লাইভ ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুবক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমনকি অনেকে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পরাসহ মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। এ ধরনের ভিডিও কিশোর অপরাধের মতো ঘটনা উস্কে দিচ্ছে। আরএমপি পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগরীতে অশ্লীলতা প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট জনগোষ্ঠী গড়ব
- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
- রূপগঞ্জে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- বরগুনায় পিআইওর বিরুদ্ধে ৩০ টি মসজিদে টিআর বরাদ্দের ৩০ লাখ টাকা লোপাটের অভিযোগ
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে