রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস¯ট্যান্ড সংলগ্ন এলাকায় রবিবার (৮ জানুয়ারি) বিকাল-১৬.৩০ ঘটিকায় অপারেশন পরিচালনা করে ১০.৯ কেজি,গাঁজাসহ আসামী উত্তম কুমার সূত্রধর (৪১),কে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী হানিফ এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী পরিবহন ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জগামী পরিবহনে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বানেশ্বর হয়ে রাজশাহীর দিকে আসছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস¯ট্যান্ড সংলগ্ন রেলওয়ে স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালীন সময় ১টি হানিফ এন্টারপ্রাইজ নামের চেয়ার কোচ বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫৮২৯৭ পরিবহণটি চেকপোষ্টের সামনে আসলে সিগন্যাল দিয়ে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা ই-৪ আসনধারী একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে বাসের ভিতরেই আটক করে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলার হয়েছে।