রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে, আহত ৫

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে, আহত ৫
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে, আহত ৫
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সানোয়ার আরিফ, রাজশাহী :

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী, মশিউরের ছেলে সহিদুর, চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম এবং সৈয়দ আলী ও নূর।

স্থানীয়রা জানান,  রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুত গতির ট্রেন কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিলো। এই সময় রেল ক্রসিং দিয়ে উপশহরের দিকে সবুজ রংয়ের একটি পিকআপ গাড়ী যাচ্ছিলো। ট্রেনটি অত্যান্ত দ্রুত গতিতে যাচ্ছিলো এবং এই জায়গায় পার হওয়ার সময় কোন ধরনের হুইসেলও দেয়নি। ফলে রেল ক্রসিং পার হতে যাওয়া পিকআপ গাড়ীটি দ্রুত সরে যেতে না পারায় জোরে ধাক্কা দিয়ে একটি হার্ডওয়্যারের দোকোনে ঢুকিয়ে দেয়। এই সময় পিকআপ গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং দোকানের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়। এত পিকআপের ড্রাইভার , হেলপারসহ আরো তিন জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোন গেটম্যান নিয়োগ নেই। নিজ উদ্যোগে আমরা বাঁশ দিয়ে গেট ফেলার চেষ্টা করি। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেট ফেলা হয় নইলে গেটটি অরক্ষিত থাকে। ট্রেনটি পার হওয়ার আগে কোন হুইসেল দেননি। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। এলাকাবাসী দ্রুত এই দুর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, রেল কর্তৃপক্ষ নিয়ম মেনে আশেপাশের রেলের জায়গা লীজ দেয় না। নিয়ম অনুযায়ী রেল নাইনের দুইপাশে ২৫ ফিট জায়গা ফাঁকা রেখে কোন স্থাপনা তৈরী হবে। তবে রেল কর্তৃপক্ষ এসব নিয়ম নীতির তোয়াক্তা না করে লীজ দেয়। ফলে রেলনইনের দুইধারে অসংখ্য দোকানপাট ও বাড়ী ঘর তৈরী করা হচ্ছে। ফলে এইসব দুর্ঘটনা ঘটছে।

আরেক স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রেল কর্তৃপক্ষর কোন কাজ থাকে না। বড় বড় অফিসার রেললাইন পরিদর্শন করে না। বসে থেকে বেতন খায়। তারা মাঠের বাস্তত চিত্র দেখে তাদের জমি লীজ দিলে অবৈধ স্থাপনা গড়ে উঠতো না। ফলে এমন দুর্ঘটনাও ঘটতো না।

তিনি আরো বলেন, আমরা স্থানীয়রা কেউ নিরাপদ নই। গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই। শুধুমাত্র ফজরের সময় শান্তিতে মসজিদে নামাজ পড়তে যেতে পারি । বাকি সময় রাস্তা পারাপারে ঝুঁকি থাকে। তিনি অভিযোগ করেন, রেলওয়ে কর্মকর্তাদের পকেটে শুধু টাকা গেলেই হলো তারা ভালোমন্দ না দেখে রেলের জায়গা গুলো অরক্ষিত রেখে লীজ প্রদান করছে। এলাকাবাসী দ্রুত এই স্থানে গেটম্যান নিয়োগ ও আশেপাশের অবৈধ স্থাপনা অপসারনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে পশ্চিম রেলের মহাব্যবস্থাপককে বারবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেননি।যার ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ