রাজশাহী প্রতিনিধি
রাজশাহীরগোদাগাড়ী উপজেলায় সুমাইয়াখাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।১৯ জুন শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। গোদাগাড়ীরকাঁকনহাটপুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জএসআইমাহমুদুল হাসান তথ্যটি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সুমাইয়া বাড়িতে টিভি দেখে। এরপর একাই ঘুমাতে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুজিরএকপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের পালার নিচে সুমাইয়ারমরদেহ দেখতে পান। খবর পেয়ে কাঁকনহাটপুলিশঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মরদেহটিঘটনাস্থলেই ছিল। পুলিশ জানিয়েছে, মরদেহেরযৌনাঙ্গে রক্ত দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে রাতের যে কোন এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর মরদেহ খড়ের পালার নিচে লুকয়ে রাখা হয়েছিল। পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান,সকাল ১১ টায়মরদেহটিময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা হয়েছে।