রাজশাহী ব্যুরো
রাজশাহী দুর্গাপুরে নকল প্রসাধনী সামগ্রীর কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শ্রী বিশ্বজিৎ সরকার (২৮) ও শ্রী বিপ্লব সরকার (২৫)। তারা দুর্গাপুরের জয়কৃজষ্ণপুর এলাকার বলাই সরকারের ছেলে। এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের নকল প্রসাধনীসহ গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম। তিনি জানায়, অভিযান পরিচাল করে একটি ভেজাল ক্রীম তৈরির মেশিন, একটি হিট ম্যাশিন, একটি ক্লীপ ও একটি টাইট মেশিন, যিরঃব ৎধপব যিরঃবহরহম পৎবধস লেখা ৩০টি কাগজের প্যাকেটে ১৮০টি ভেজাল ক্রীম কোটা। ৪৮টি ভেজাল ক্রীম, নকল লতা হারবালের কাগজ, খালি কোটা দুই বস্তা, চার জার তরল কেমিক্যাল, দুটি গ্যাস সিলিন্ডার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়- তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।