রাজশাহী ব্যুরো
নাটোর জেলার সদর থানাধীন তকিয়া বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল-১টি, ওয়ান শুটারগান-২টি, ম্যাগজিন-১টি, গুলি-২ রাউন্ড, মোবাইল-১টি, সীমকার্ড-১টি, নগদ-১০০০/-টাকা উদ্ধার করেন। আসামী সিজান (২৩), পিতা-মানিক, সাং-শ্রীখন্ডি দক্ষিণপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, নাটোর জেলার সদর থানাধীন তকিয়া বাজার এলাকাস্থ হামজা ফিলিং স্টেশনের পশ্চিম কোণে নাটোর টু রাজশাহী গামী মহাসড়কের উপর ১ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই রাত্রী ২২.০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থলেই তাহাকে আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।