রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিবি), আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত¡াবধায়নে এসআই(নিঃ)/ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি
করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত্রী ০০.৪০ ঘটিকার সময় রাজপাড়া থানাধীন শ্রীরামপুর নদীরধার দুলাল এর মুরগীর খামারের পার্শে ফাঁকা জায়গার উপর দিয়ে একজন ব্যক্তি তাহার মাথায় করিয়া একটি বস্তা নিয়ে শহরের দিকে আসিতে দেখিলে তাহাকে থামার জন্য বলিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া দ্রুত মাথায় থাকা বস্তা ফেলিয়া কৌশলে পদ্মা নদীর দিকে দৌড়ে পালিয়ে যায়। পলাতক আসামীর
ফেলে যাওয়া একটি প্লাস্টিকের তৈরি বস্তার মুখ খুলিয়া গণনা করিয়া ১০৩(একশত তিন) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পলাতক আসামী শামিনুল ইসলাম মদন (৩৮), পিতা-মৃত নব্বার, মাতা- আরজিনা বেগম, সাং-সাহাপুর পূর্বপাড়া, থানা-কাটাখালী, আরএমপি, রাজশাহীথকে
তার নিজ বসত বাড়ি হতে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ফেন্সিডিল এর মূল্য-১,০৩,,০০০/- টাকা। এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।