রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার বাঘা থানাধীন মহদীপুর এলাকায় (২১মে)রবিবার রাত্রী-০০.৩০ ঘটিকায় র্যাব অপারেশন পরিচালনা করে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগজিন,চার রাউন্ড গুলিসহ আব্দুল করিম (৪৪), পিতা- মৃত আকরাম হোসেন, সাং- মাড়িয়া শাহপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন মহদীপুর প্রাইমারী স্কুল হতে মোছার ঈদগাহ বাজার হতে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
র্যাব সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল মোছার ঈদগাহ বাজারে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটককালে তার কোমর হতে ০১টি পলিথিনে মোড়ানো পোটলা বের করে ঘটনাস্থলে ফেলে দেয়। পরবর্তীতে র্যাবের টিম উক্ত পোটলায় থাকা বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।