রাজশাহী ব্যুরো
বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভ‚মিকা পালন করে আসছে। মাননীয় প্রধানম¿ীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে গতকাল রাত ২২:৩০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন বদলগাছী ইউনিয়নের ফতেহজঙ্গপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১৯৫ পিচ ফেনসিডিলসহ আশরাফুল ইসলাম (২৭)নামের এক মাদক ব্যবসাযীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করেছেন।