রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে এক রিক্সা চালককে নির্মমভাবে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ২ টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম আবদুল কাদের (৫৫)। তিনি নগরীর শ্রীরামপুর এলাকার মৃত কাবেজ আলী ছেলে। রাজশাহী মহানগর পুলিকের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। গোলাম রুহুল কুদ্দুস জানান, রাত দেড়টার দিকে তাঁরা রাস্তার ড্রেনের পাকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পান। পরে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তিনি আরও জানান, আবদুল কাদেরের রিকশাটি পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে রিকশাটি নেওয়ার জন্যই গলায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এ সময় তিনি পড়ে গেলে রিকশাটি নিয়ে গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়েরে করা হয়েছে বলেও জানান তিনি। নগরীর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান জানান, আবদুল কাদের খুবই গরিব মানুষ। দিনে তিনি গরু-ছাগল চরাতেন। সংসারে সচ্ছলতা রাখতে রাতে ব্যাটারিচালিত রিকশা চালাতেন। এলাকাবাসী জানান,এক সপ্তাহ আগেই তিনি ছাগল বিক্রি করে রিকশার ব্যাটারি কিনেছিলেন। এলাকায় আবদুল কাদের অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।