রাজশাহী ব্যুরো
রাজশাহীতে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার করে থাকে। এরই ধারাবাহিকতায় (১৫জানুয়ারি) বিকেল ১৬.৫০ ঘটকিায় র্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কোদালকাটি জেলে পাড়ায় আসামী তরিকুল ইসলাম (২৫) এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে একটি
পিস্তল,একটি ম্যাগাজিন,চার রাউন্ড গুলি, ১৫০ গ্রাম হেরোইন,দুইটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৪৭,৯৫০/- টাকাসহ তরিকুল ইসলাম (২৫)কে আটক করে। জানা যাই সে কোদালকাটি গ্রামের আবু সাইদ এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী নিজ হেফাজতে অবধৈ অস্ত্র রেখে মাদক বিক্রয়ের কথা স্বীকার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।পৃথক আর একটি অভিযানে (১৬জানুয়ারী) মঙ্গলবার সকাল ০৬.৩০ ঘটিকায় র্যাব মহানগরীর বোয়ালিয়া থানার ভদ্রা বাসষ্ট্যান্ড মোড়ে অতিথি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে হতে ১০০ গ্রাম হেরোইন, একটি মোবাইলসহ ওবাইদুর রহমান(৩৮),কে আটক করে। জানা যায় সে মোহনপুর থানার,ধুরইল(ধুরইল মন্ডলপাড়া), গ্রামের আঃ আজজি এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নিজ হেফাজতে রেখে অবৈধ মাদক বিক্রয়ের কথা স্বীকার করে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।