রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীতে রেলস্টেশনের গণশৌচাগার সংলগ্ন বারান্দায় গতকাল শুক্রবার সকাল সারে ০৮.৩০ টার সময় ২০০ গ্রাম হেরোইন সহ এক মহিলা মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫ এর একটি অপারেশন দল। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হলো মোছাঃ সালমা বেগম (৩৪)। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন পশ্চিম হোসেন আহম্মদ পাড়া এলাকার মৃত আতাহার আলী হাওলাদারের মেয়ে। উক্ত আসামীর বিরুদ্ধে পাকশী রেলওয়ে, জেলার রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।