রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের কানুদশকাঠি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুজ্জামান বাবলুর নানা দুর্নীতির প্রতিবাদ এবং ৭ বছর ধরে বন্ধ থাকা ১৮ জন শিক্ষক- কর্মচারীর বেতন ভাতা চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কানুদশকাঠি প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে সড়কে মঙ্গলবার প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান হাওলাদার,সহকারি শিক্ষক সুশিল চন্দ্র রায়,অপর্না সমাদ্দার,রেদোয়ান তালুকদার,পলি সুলতানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টির ১৮ জন শিক্ষক কর্মচারী বেতন ভাতার তিনের একাংশ প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান বাবলু কেটে রাখতেন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ফান্ডের ৮০ লাখ টাকার মধ্যে ৫৩ লাখ ৭০ আত্মসাৎ করে বাকি ২৬ লাখ ৩০ হাজার টাকার হিসেব দিয়েছেন তিনি। এসব ঘটনা জানাজানি হলে ২০১৮ সালের জুলাই মাস থেকে কোনো দাপ্তরিক চিঠি ছাড়াই সকলের বেতন ভাতা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুজ্জামান বাবলু।
বেতন ভাতা চালুর দাবিতে ২০২২ সালের জুন মাসে শিক্ষকরা হাইকোর্টে রিট করলে ২০২৫ সালের জানুয়ারি ১৫ তারিখে হাইকোর্ট ৩০ দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের রায় বেতন ভাতা চালু পক্ষে রায় দেয়। রায়ের খবর শুনে নুরুজ্জামান বাবলু বিদ্যালয়ের ক্লাসরুমে তালা ঝুলিয়ে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে শিক্ষর হয়রানি করে আসছে। ৭ বছর যাবৎ বেতন ভাতা না পেয়ে শিক্ষক কর্মচারীরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে এবং ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেয়ার কারনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কাছে শিক্ষকদের বেতন ভাতা চালু করে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যত্রæম শুরুর জন্য দাবি জানায়। এ বিষয়ে নুরুজ্জামান বাবলু’র কাছে জানতে তার মোবাইল নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।