রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ৩য় দিনে মহা সড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ শনিবার রাজাপুরে চলছে কঠোর লকডাউনে মাক্স বিতরন। সরকার আরোপিত বিধি-নিষেধের পরিপালন নিশ্চিত করতে প্রথম ও ২য় দিনের মতো ৩য় দিনেো লকডাউন
বাস্তবায়নে সকাল থেকে বিকাল পর্যন্ত নিরলস মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ, ও সেনাবাহিনী।
লকডাউনের ৩য় দিনে শনিবার ( ৩ জুলাই) দিন ও রাত ভর ফাঁকা রয়েছে বিদ্যালয় মার্কেট,বাইপাস মোড়,মেডিকেল মোড়, রাজাপুর বাজার,সহ মহাসড়কের লিংক রোড গুলো। বিভিন্ন মোড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাকে কঠিন জবাব দিহিতার সম্মুখীন হতে হচ্ছে। কোথায় যাওয়া হচ্ছে, গন্তব্যের কারণ দেখানোসহ হাসপাতালের পরামর্শপত্র ও অন্যান্য পত্র দেখানোর পর তাদের যেতে দেয়া হচ্ছে।
কঠোর লকডাউনের ২য় দিনে শুক্রবার রাজাপুর উপজেলায় মোবাইল কোর্টের আওতায় মোট ৫০টি মামলায় ৭২জনকে ১৭ হাজার ১শ ৩০ টাকা জরিমানা।
এর মধ্যে মাক্স না পড়া,ইঞ্জিন চালিত অটো রিক্সা,একাধিক যাত্রী বহন সহ বিভিন্ন অপরাধে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন ২৫ মামলায় ৪৩ জনকে ১১হাজার ৭৩০ টাকা ও সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল ২৫টি মামলায় ২৯ জনকে ৫হাজার চারশত টাকা জরিমানা আদায় করেছেন।
অপরদিকে রাজাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল খান করোনায় আক্রমণ হলেও সুস্থতা নিশ্চিত করেন তিনি।রাজাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব নাসিম আকন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা গ্রিন হাসপাতালে ভর্তি হয়েছে।
তার জন্য দোয়া চেয়েছেন সাবেক আইনপ্রতিমন্ত্রী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম( রাজাপুরের সাবেক এমপি)।
অপরদিকে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ রাজাপুর পুলিশ ইনচার্জ সাখাওযাত জনতার মাঝে মার্ক্স বিতরন করতে দেখা গেছে। তবে বিনা কারনে ঘর থেকে বের না হতে অনুরোধ করতে দেখা গেছে।