রাজাপুর, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মোঃ শাহ আলম হাওলাদার (৫০) নামের এক কাঁঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনার পরে গুরুতর অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
গত শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে মোঃ শাহ আলম জুম্মার নামায পরবর্তী মিলাদ শেষে তবারক নিয়ে বাড়ী ফেরার পথে রাজাপুর ভান্ডারিয়া সড়কের বড় গালুয়া এলাকায় দূর্ঘটনা কবলিত হয়ে পড়ে থাকেন। পরবর্তীতে স্থানীয় একটি শিশু সড়কে তাকে পরে থাকতে দেখে চিনতে পেরে তার বাড়ীতে খবর দেয়। স্বজনরা এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
নিহত শাহ আলম ঔ এলাকার মৃত্যু নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। শুত্রু বার জুম্মার নামাজের দিনে আঞ্চলিক মহাসড়কে যানচলাচল ও পথচারী কম থাকায় কিভাবে তিনি দুর্ঘটনার শিকার হন তার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। রাজপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, দ্রæতগামী কোন গাড়ী তাকে চাপা দিয়ে চলে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।