রাজাপুর, ঝালকাঠি প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হসিেেব আশ্রয়ণ-২ প্রকল্পের ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন পরিবার পেয়েছে সেমিপাকা ঘর। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর র্কাযক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তন প্রান্তও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত থাকে। এ কার্যত্রুমের আওতায় রাজাপুর উপজেলায় ‘ক’ তালিকায় অর্থাৎ “জমি নাই ঘর নাই” ক্যাটাঘরিতে ২য় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৭ পরিবারকে ২ শতাংশ জমি ও উক্ত জমির উপর ২ কক্ষ বিশিষ্ট ১ টি সেমিপাকা গৃহ উপহার দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ হস্তান্তর কার্যত্রুমের শুভ উদ্ধোধন ঘোষণার পর পরই কবুলিয়ত দলিল ও সনদপত্র উপকারভোগীদের বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মোক্তার হোসেন,উপজেলা চেয়ায়ম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারি বৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। ঘর ও জমি পেয়ে সুবিদাভোগী পরিবারের সদস্যরা মাননীয় প্রধান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দীর্ঘায়ু কামনা করেন।