লালমনিরহাট প্রতিনিধি
বিমান বাহিনী লালমনিরহাট ইউনিট কতৃক রানওয়ের উপর দিয়ে হারাটী ও মহেন্দ্রনগর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের চলাচল নিষেধের প্রতিবাদ ও বাইপাস কাঁচা রাস্তাটি পাকাকরনের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি গ্রামের মানুষ। গতকাল সোমবার সকাল ১০ টায় বিমান বাহিনীর রানওয়ের পশ্চিম পার থেকে শতাধিক নারী পুরুষ মিছিল নিয়ে রংপুর লালমনিরহাট মহাসড়ক হয়ে মিশনমোরে মিলিত হয়। সেখানে স্থানীয় নেত্বীবৃন্দ ও সাধারন মানুষ বক্তব্য দেন। বক্তারা বলেন গত এক মাস আগে বিমান বাহিনীর ওসি কতৃক রানওয়ে ও তাদের দেয়া পূর্বপাশে রানওয়ে থেকে টিটিসি মহাসড়ক লাগোয়া কাচা রাস্তাটি বন্ধ করে দেয়ায় তার চরম ভোগান্তুিতে পরেছি।আর রানওয়ের দক্ষিন পাশে কাচারাস্তাটি পাকাকরন করে দেয়ার জন্য জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দিয়ে কোন প্রতিকার না পেয়ে আমরা আজ রাজপথে নেমেছি। আগামী পনেরো দিনের মধ্যে রাস্তাটি পাকাকরন করে দেয়া না হলে রাজপথ অবরোধ করে দাবী আদায় করবে বলে জানান বক্তারা। নুরনাহার বেগম নামের এক নারী জানান তার দুজন প্রতিবন্ধী ছেলে ট্রাইসাইকেলে করে রানওয়ে দিয়ে চলাচল করত,কিন্তু গত কিছু দিন থেকে বিমান বাহিনীর এমওডিসি রানওয়ের উপর দিয়ে তাকে যেতে দেয়নি ফেরত দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন দয়া করে রাস্তাটি পাকা করে দিন। আর তার পূর্বে রানওয়ে দিয়ে চলাচল করার সুযোগ দেয়া হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খামার হারাটী এলাকার মহুবর রহমান। বক্তব্য দেন, রাকিবুল হাসান সজীব, মিজানুর রহমান মিজান,মোহাম্মদ নওয়াব আলী,নুরুজ্জামান, আব্দুল কাদের,হাফিজুর রহমান,মজিবুর রহমান,মাহাদী,আমেনা বেগম প্রমুখ।