রাজশাহী ব্যুরো
২০২১-২২ সেশনে দ্বিতীয় দিনের ‘এথ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে অন্যজনের বদলে (প্রক্সি) পরীক্ষা দেয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, ‘এ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে মূল পরীক্ষার্থী লিমনের পরিবর্তে একজন এবং দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদ, পিতা-মো. কাবিরুল ইসলাম এর পরিবর্তে কেন্দ্রে পরীক্ষা দেয়ার অভিযোগ অন্য আরেকজনকে আটক করা হয়েছে। জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে। প্রক্টর অফিসে তাদের জিজ্ঞেসাবাদ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রাবিতে পরীক্ষা দিতে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। অনুষদগুলো হলো- কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ ইউনিটের অন্তর্ভুক্ত। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সকাল ১০টায়। এরপর মাঝে এক ঘণ্টার বিরতির পর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা আবার শুরু হয়। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর চতুর্থ ও শেষ শিফটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা অনুষদভুক্ত ‘এ ইউনিটে মোট আসন দুই হাজার ১৯টি। এবার ‘এথ ইউনিটে আবেদন জমা পড়েছে ৬৭ হাজার ২৩৭টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩২ জন শিক্ষার্থী। এর আগে গত সোমবার (২৫ জুলাই) ‘সিথ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। বুধবার (২৭ জুলাই) ‘বি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা। এর মধ্যে ‘এ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি ইউনিটে ৭২ হাজার ৪১০ জন আবেদন করেন। এবার একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন। এর আগে ‘সি ইউনিটে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় রাবির ভর্তিযুদ্ধ। রাবি ‘সি ইউনিটে উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৪৫ শতাংশ।