কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। সুত্র জানায়, গত ১৫জানুয়ারী রাত পৌনে ১০টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিএসসি) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার ফাতেয়ারকুল ইউনিয়নের মেরুল্লার জনৈক মোঃ আব্দুর রহিমের চায়ের দোকানের সামনে কক্সবাজার-চট্টগ্রামগামী পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে রামু নতুন মিয়াজি পাড়ার বদি আহমদের পুত্র মোঃ শফিকুল আলম (৩৪) এবং খায়রুল আমিনের পুত্র আবুল কাশেম (২০) কে গ্রেফতার করে।
এরপর তাদের দেহ তল্লাশী করে ১নং আসামী হতে ৬হাজার পিস এবং ২নং আসামী হতে ২হাজার ৭শ ২০পিস ইয়াবা উদ্ধার করে। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় লিখিত এজাহার দায়েরের পর সোর্পদ করা হয়েছে ।