বাগেরহাট প্রতিনিধি
আন্তজার্তিক সংস্থা ও রাষ্ট্রদূতসহ ১৫ দেশের প্রতিনিধিরা আকস্মিকভাবে বাগেরহাটের সুন্দরবন ও ঐতিহাসিক ষাটগম্ভুজ মসজিদ পরিদর্শন করেছেন। সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর নেতৃত্বে বিদেশী এ প্রতিনিধিরা মোংলা বন্ধর থেকে সুন্দরবন ভ্রমন করে মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা সদরের ষাটগম্ভুজ মসজিদ ও খানজাহানের স্থাপত্য শৈলি পরিদর্শন করেন। এ সময় ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বিদেশীদের ষাটগম্ভুজ মসজিদ ও এখানের জাদুঘরে রক্ষিত প্রাচীন স্থাপত্য বিষয়ে ব্যাখা করেন। প্রতিনিধি দলে থাকা ঢাকায় নেপাল দুতাবাসের রাষ্ট্রদুত মি. কুমার রাজ বলেন, বাংলাদেশের ষাটগম্ভুজ মসজিদটি দেখে আমি মূগ্ধ হয়েছি। এটার স্থাপত্য শৈলী অসাধারণ। আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। তবে এই মসজিদের স্বতন্ত্র স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ ও পরিদর্শন। আমি এই স্থাপনাগুলো ঘুরে দেখার জন্য বিশ্বের সকল পর্যটকদের অনুরোধ জানাবো। একই কথা বলেন দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদুত মি. লিজিং কিউন, ইটালিয়ান দুতাবাসের মি. মার্থিয়া ভেন্টিরা ও ইরাকি দুতাবাসের মি. আব্দুল সালাম সাদ্দাম মহসীন। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্ভুজ ঘুরে দেখে ১৫ টি দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ষাটগম্ভুজ মসজিদ প্রাঙ্গনে উপস্থিত সংবাদ কর্মীদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভিনদেশী প্রতিনিধিরা বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন ষাটগম্ভুজ ও সুন্দরবন দেখে অভিভূত হয়েছেন। এখানে বাগেরহাটের জেলা প্রশাসন থেকে সকল রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে মুজিব ফ্যামিলাইজেশন ট্যুরের অংশ হিসেবে ১৫ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা দুদিন দুদিন ধরে মোংলা থেকে সুন্দরবন ও শেষে বাগেরহাট জেলা সদরের ষাটগম্ভুজ মসজিদ ঘুরে দেখেন বলে জানান প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। তিনি বলেন ইতালি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, দক্ষিণ করিয়া, ফিলিপাইন, পাকিস্থান, ভিয়েতনাম ও নেপালসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ২ দুটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ ট্যুরে অংশ নেন। আমাদের ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই ট্যুর। ঐতিহ্য সুরক্ষিত করতে সরকার কাজ করছে। কোন ভাবেই ঐতিহাসিক নিদর্শণ ন্ষ্ট করতে দেওয়া হবে না। বাগেরহাটের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। বিশ্ব ঐতিহ্যের বড় দুটি স্থানই পড়েছে বাগেরহাটে। একটি সুন্দরবন, অন্যটি ষাটগম্ভুজ মসজিদসহ খানজাহানের বিভিন্ন স্থাপনা। বিদেশী এ প্রতিনিধিরা আমাদের দেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা দেখে মুগ্ধ হয়েছেন। আমাদের এই ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছি। যার অংশ হিসেবেই এই ট্যুর উল্লেখ করে তিনি বলেন, এখানে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বলেছে, তারা তাদের দেশের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে উৎসাহি করবেন।