নিজস্ব প্রতিবেদক
ইসলামী সমাজ’র আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত ও সংঘর্ষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন আইন তৈরি করার পরও মাদক, গুম, খুন ও ধর্ষন বন্ধ হচ্ছে না। মানুষের জীবনে মানবতা ও মনুষত্ব বিলুপ্ত হয়ে হিংসা-প্রতিহিংসা এবং মানবতা বিরোধী অপতৎপরতা ক্রমেই বেড়ে চলছে। ক্ষমতাসীনদের লুট-পাট ও অরাজকতা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে। রাষ্ট্রের প্রতিটি বিভাগ দুর্নীতিতে নিমজ্জিত। সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য মানুষের জীবনে অশান্তির মাত্রাবৃদ্ধি করেছে। প্রকৃত পক্ষে মানব জীবনের কোন সমস্যারই সমাধান হচ্ছে না। গতকাল সোমবার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইসলামী সমাজ আয়োজিত (সোমবার) “চলমান বিভিন্ন রকম বিভ্রান্তিসহ আল্লাহর সকল আযাব-গজব থেকে বাচাঁর উপায়” শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় রাজধানীর ৬টি স্থানে শান্তিপূর্ণ পথ সভার কর্মসূচী ঘোষণা ঘোষনা দেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা সোলায়মান কবীর। সংবাদ সম্মেলনে সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বিভিন্ন রকম বিভ্রান্তি এবং আল্লাহর আযাব-গজবসহ সকল প্রকার ক্ষতি থেকে বাচাঁর উপায় হচ্ছে- (১) সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব ত্যাগ ও অস্বীকার করে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মেনে ‘রাব্বুনাল্লাহ্ বা আল্লাহু আকবার’ ঘোষণা করা। (২) মানুষের দাসত্ব, মানুষের মনগড়া আইনের আনুগত্য ও গাইরুল্লাহর উপাসনা ত্যাগ করে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর দাসত্ব, তাঁরই আইনের আনুগত্য ও তাঁরই উপাসনা গ্রহণ করে ‘আশ্হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু’ সাক্ষ্য ও অঙ্গীকার করা । (৩) মানুষের মনগড়া আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য ত্যাগ করে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য- অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মাদ (সাঃ) এর গ্রহণ করে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্’ সাক্ষ্য ও অঙ্গীকার করা। (৪) আল্লাহরই সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী আমীরের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশিত ও তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী দায়িত্বসহ অন্য সকল ধারাবাহিক আমলগুলো করতে থাকা। সৈয়দ হুমায়ূন কবীর বলেন, সকল বিভ্রান্তি ও মহাক্ষতি থেকে মানুষকে রক্ষা করার জন্যই আল্লাহর নির্দেশিত ও রাসূল (সাঃ) প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী সমাজ। এসময় তিনি দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজে শামিল হওয়ার আহবান জানান। ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিন এর পরিচালনায় সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন- ইউসুফ আলী মোল্ল্, আমীর হোসাইন, আজমুল হক, সেলিম মোল্লা, আসাদুজ্জামান, আবু বকর সিদ্দিক, মাওলানা নূরুদ্দিন আহমেদ, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।